পথ নিরাপত্তায় নতুন ট্রাফিক অফিস এবং একটি পুলিশ ক্যাম্পের অফিসের উদ্বোধন হয় নন্দকুমারে।

0
216

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জেলার জাতীয় সড়কের মধ্যে অন্যতম ব্যাস্ত রাস্তা হলো নন্দকুমার চৌরাস্তার মোড়। দিঘা হোক কিংবা শিল্প শহর হলদিয়ায় যেতে হলে নন্দকুমারের উপর দিয়ে যেতে হয়। মেচেদা থেকে হলদিয়া ১১৬ নম্বর জাতীয় সড়ক আবার দিঘা যেতে হলে নন্দকুমার থেকে ১১৬ বি জাতীয় সড়ক ধরে যেতে হয়। ফলে প্রতিনিয় হাজার হাজার গাড়ি যাতায়াত করে থাকে। প্রায়শই নন্দকুমার চৌরাস্তায় যানজট সৃষ্টি হয়। সেই যানজট সরিয়ে যাতে সুন্দর পরিষেবা প্রদান করা যায় তার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নন্দকুমারে ট্রাফিকের নতুন অফিস খোলা হয়েছে। সোমবার সেই অফিসের শুভ উদ্বোধন ঘটে। নন্দকুমার থানার ক্যাম্পাসে তৈরি হলো নন্দকুমার থানার ট্রাফিকের অফিস। অফিসের ফিতে কেটে শুভ উদ্বোধন ঘটে। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা এসপি অমরনাথ কে। ট্রাফিক ডিএসপি পবিত্র কুমার বারিক, নন্দকুমার ট্রাফিক এএসআই গোপালচন্দ্র মাইতি। এস ডি পি ও সাকিব আহমেদ। আগামী দিনে যাতা ট্রাফিক সমস্যা দূর করা যায় সেদিকে বিশেষ নজর থাকবে বলে জানান পুলিশ কর্তারা। পাশাপাশি এই দিন নন্দকুমার থানার ঠেকুয়াচক এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের উদ্বোধন হয়। এখান থেকে থানার দূরত্ব বেশ অনেকটা হওয়ার কারণেই তিনটি গ্রামের মানুষ জনদের সুবিধা দিতে এই ক্যাম্প তৈরি করা হয়েছে এমন টাই জানান পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অমরনাথ কে।