বেতনের ৩ শতাংশ বৃদ্ধিতে কোচবিহার পরিবহন ভবনে অকাল হোলি অস্থায়ী শ্রমিক কর্মচারীদের।

0
323

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পরিবহন ভবনে অকাল হোলিতে মেতে উঠেছে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। এদিন কোচবিহার ডিপোর পরিবহন ভবনে ওই অকাল হোলি হয়। জানা গেছে, NBSTC -র অস্থায়ী কর্মচারীদের বেতনের ৩ শতাংশ বৃদ্ধির একটি নির্দেশিকা এসেছে ২০১৯ সালে। সেই সময় থেকে ওই নির্দেশিকা ঝুলে রয়েছে। সেই নির্দেশিকা কার্য্যকর করার জন্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নানা ভাবে ডেপুটেশন দেওয়া হয় এবং বিভিন্ন ভাবে আন্দোলন করা হয়। সেই বিষয় নিয়ে NBSTC আধিকারিকরা সরকারের কাছে আবেদন করেন। দীর্ঘ ৪ বছর পর সেই নির্দেশিকা কার্যকর হয়। এবং আজ আমাদের কাছে খবর আসে ৪ বছরের যে বকেয়া বেতনের ৩ শতাংশ বৃদ্ধির পুরো টাকা এসে গেছে। সেই কারণে আমরা পরিবহন ভবনে NBSTC র অস্থায়ী কর্মীরা অকাল হোলি তে মেতে উঠেছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানাই।

এদিন এবিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা শ্রমিক কর্মচারীরা সম্পাদক দীপেশ কুমার দাস বলেন,,, ২০১৯ সালে কোন এক অজানা কারণে আমাদের ৩ শতাংশ ইনক্রিমেন্ট ঝুলে যায়। এই নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে বিভিন্ন আধিকারিকদের কাছে ডেপুটেশন দিয়েছিলাম। কিন্তু দীর্ঘ চার বছর কেটে যাওয়ার পর আজ আমাদের সেই ইনক্রিমেন্ট পুরো টাকা সবার জন্য বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই কারণে আজকে আমাদের পরিবহণ দপ্তরে অস্থায়ী কর্মীদের মনে উদ্দীপনা ও অকাল হোলি খেলা চলছে। এর জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানাই।