নদীয়া, নিজস্ব সংবাদদাতা: – স্কুল ঘরে জমে আছে জল, যার কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা উঠেছে শিখেই, স্কুলের ভগ্নদশা পরিস্থিতির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। ঘটনাটি নদীয়ার হাঁসখালী থানার অন্তর্গত হাঁসখালি হাই স্কুলের। জল নিকাশি ব্যবস্থা খুবই দুর্বল, এখানে একটু বৃষ্টি হলেই ক্লাস বন্ধ রাখতে বাধ্য হয় শিক্ষকরা । প্রশাসনকে স্কুল কর্তৃপক্ষ বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। অন্যদিকে হাঁসখালি ব্লকের ডেঙ্গুর প্রকোপ প্রোমশাই বাড়ছে। একটু জল হলেই ক্লাসরুমে প্রবেশ করে জল। ক্লাসরুমে জল জমে থাকায় বেশিরভাগ দিনই স্কুল ছুটি হয়ে যায়। এইভাবে স্কুল বন্ধ হওয়াই ছাত্র-ছাত্রীদের পঠন পাঠানের অসুবিধা হয়। প্রশাসনকে জানানো সত্বেও এর কোন সুরাহা হয়নি। গতকাল রাত্রে বৃষ্টি হতেই একই অবস্থা হওয়ায় আজ স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেয়। হাঁসখালি কৃষ্ণনগর রোড অবরোধ ছাত্র-ছাত্রীদের চলে বিক্ষোভ।
Home রাজ্য দক্ষিণ বাংলা একটু বৃষ্টি হলেই স্কুলের ক্লাসরুমের ভেতরে জমে জল, যার কারণে স্কুলের পঠন-পাটন...