কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহারের কালজানি শাহজাহান উদ্দিন হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অনামিকা আর্য্য-র নৃশংস গণধর্ষন ও খুনের ঘটনার প্রতিবাদ ও স্কুল কলেজের ছাত্রীদের সুরক্ষার দাবিতে পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন আম আদমি পার্টির। এদিন তারা কোচবিহার শহীদ বাগ মুক্তমঞ্চের সামনে জমায়েত হয়ে মিছিল করে পুলিশ সুপারের অফিসে যান। সেখানে আম আদমি পার্টির কার্যকর্তারা বিক্ষোভ দেখান। তারপর সেখান থেকে ৪ জনের প্রতিনিধি গিয়ে এস পি অফিসে ওই স্মারকলিপি দেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির জেলা সভাপতি অমিতাভ দেবনাথ, জেলার যুগ্ম সম্পাদক এনামুল হক, ধর্মেন্দ্র সেন,পার্টির কোষাধক্ষ সুব্রত দত্ত, শাখা সংগঠনের যুব সভাপতি গোলাপ হোসেন সহ আরও অনেকে।
জানা গেছে, কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের কলেজের ছাত্রছাত্রীরা নিরাপত্তা হীনতায় ভুগছে। সম্প্রতি কোচবিহারের কালজানি শাহজাহান উদ্দিন হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অনামিকা আর্য্য-র নৃশংস গণধর্ষণ হয়। দীর্ঘ ৯ দিন লড়াই করার পর কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সে। ওই ঘটনায় ৫ জন অভিযুক্ত গ্রেপ্তার হলেও এখনও তাদের কোন শাস্তি হয়নি। তাই জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা নিরাপত্তায় ভুগছে। তাতে ছাত্রীদের পঠন পাঠনের অসুবিধা হচ্ছে। সেই কারণে জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি এবং অনামিকা আর্য্য-র ধর্ষকদের শাস্তির দাবিতে আজ আমরা এসপি অফিসে ডেপুটেশন দিলাম।
এদিন এবিষয়ে আম আদমি পার্টির জেলা সভাপতি অমিতাভ দেবনাথ বলেন, বিগত কয়েক দিন ধরে দেখে আসছি সারা ভারতবর্ষে যেভাবে নারীদের উপর অত্যাচার সংগঠিত হয়ে আসছে এবং কোচবিহারের স্কুল কলেজের ছাত্রীদের বিভিন্ন ভাবে যে নির্যাতন হচ্ছে বা ঘটে চলেছে। আমরা সম্প্রতি কোচবিহারের কালজানি শাহজাহান উদ্দিন হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অনামিকা আর্য্য-র নৃশংস গণধর্ষণ করে খুন করা হয়েছে। কোচবিহার জেলার সমস্ত স্কুল কলেজে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্কুলের শুরু ও শেষের দিকে নিরাপত্তা দেওয়ার জন্য কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে আবেদন জানাতে আজকে আম আদমি পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো বলে জানান পার্টির জেলা সভাপতি অমিতাভ দেবনাথ।