নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার সকালেও ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফ্যাক্টরির গেটের সামনে গেট মিটিং এ সামিল হলেন সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকরা হয়। উল্লেখ্য,’সাসপেনশন অফ ওয়ার্ক’ এর নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যান পরিচালন কর্তৃপক্ষ। এদিকে গত সোমবার কাজে যোগ দিতে এসে শ্রমিকরা লক্ষ্য করেন যে বাগানের ফ্যাক্টরিতে ঝুলছে তালা এবং ঝোলানো হয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১২০০ শ্রমিক, সঙ্গে অনিশ্চিত হয়ে পড়লো বাগানের শতাধিক কর্মচারীর ভবিষ্যত।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফ্যাক্টরির গেটের সামনে গেট মিটিং এ সামিল...