“মা” ক্যান্টিন ও সল্পমূল্যে বিশ্রামাগারের শুভ সূচনা কাঁথি মহকুমা হাসপাতালে।

0
388

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:–পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে রোগীর পরিবার জনদের কথা ভেবে শুরু হলো এক বিশেষ ব্যবস্থা। এক দিকে “মা” ক্যান্টিনে পাঁচ টাকার পেট ভরা খাবার, অন্য দিকে স্বল্প মূল্যে বিশ্রামাগারের ব্যবস্থা। রোগী-পরিজনরা নির্দিষ্ট কুপন দেখিয়ে ৫ টাকা দিয়ে পেট ভরে খাবার খেতে পারবেন,প্রতিদিন দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। অন্য দিকে দিবা রাত্রি রোগীর পরিবারের লোকজনদের জন্য স্বল্প মূল্যে বিশ্রামাগার। এখানে সুবিধা গুলি হল খাট সহ বিছানা, পানীয় জল, শৌচাগার, স্নানাগার, ক্যান্টিন। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ও পরিচ্ছন্ন জায়গা থাকার সুব্যবস্থা রয়েছে।