আবদুল হাই, বাঁকুড়াঃ – দক্ষিণবঙ্গে আষাঢ়ে বর্ষার বৃষ্টি যদিও কয়েকদিন দেখা গেছে কিন্তু শ্রাবণে বর্ষার বৃষ্টি সেইভাবে হয়নি যদিও বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখা গেছে।
গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। বাঁকড়া তেও বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট ভালই। স্বাভাবিক কারণেই চাষীদের মুখে ফুটেছে হাসি, কিন্তু এত ভালোর মধ্যেও আছে কিছু মন্দের দিক, যেমন বাঁকুড়া জেলার ইন্দাসের হসপিটাল চত্বরে টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থা আর এর অন্যতম কারণ হসপিটাল চত্বর থেকে জল বেরিয়ে যাওয়ার সেরকম নিকাশি ব্যবস্থা নেই ফলে হাঁটু সমান জলে ডুবে হসপিটাল বিল্ডিং আর এতেই যাতায়াত করতে হচ্ছে রোগীর আত্মীয়-স্বজনদের কারণ রোগী পরিষেবায় রোগীর আত্মীয়-স্বজনদের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে, আর সেই কারণেই তাদের যেতে হয় বারবার হসপিটাল চত্বর থেকে বেরিয়ে, কখনো ওষুধের দোকান কখনো বা খাবার আনতে আবার কখনো অন্য কোন কারণে। হসপিটালের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থার চিত্র খুবই বেদনাদায়ক, ব্যাপারটা নিয়ে কি ভাবছেন লোকাল প্রশাসন উঠছে প্রশ্ন, যদিও বিএমওএইচ এর সাফাই – মাঠের জল ঢুকে পড়েছে হসপিটাল চত্বরে, আমরা কি করব, হসপিটালের তো জল নিকাশি ব্যবস্থা আছে।
কথাটা শুনতে কি রকম লাগছে না ?নিকাশি ব্যবস্থা আছে অথচ বন্যা ছাড়াই জলমগ্ন হসপিটালে চত্বর, সত্যি হাস্যকর নয় কি ?
Home রাজ্য দক্ষিণ বাংলা হাসপাতালে মত গুরুত্বপূর্ণ জায়গাতে নেই জল নিকাশি ব্যবস্থা, টানা বৃষ্টিতে জলমগ্ন ইন্দাস...