পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলার দিঘার সমুদ্র উত্তাল। সেইসঙ্গে ব্যাপক জলোচ্ছ্বাস। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল দীঘা মোহনা উপকূল থানার পুলিশ। বুধবার সকাল থেকেই পুলিশের তরফে মাইকিং করে পর্যটকদের সতর্ক করে দেওয়া হয়।
মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় দিকে এগোচ্ছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর। আর তারই প্রভাবে পূর্ব মেদিনীপুর উপকূল এলাকায় ভারী বৃষ্টি ও সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস রয়েছে। তাই পর্যটকদের সমুদ্রের স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। এদিন উপকূল এলাকায় মাইকে সতর্কতা প্রচার করা হয় দীঘা মোহনা উপকূল থানার পক্ষ থেকে। তবে দিঘার সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে বহু মানুষের সমাগম ঘটে।
Home রাজ্য দক্ষিণ বাংলা উত্তাল দিঘার সমুদ্র, ব্যাপক জলোচ্ছ্বাস, সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা, দফায় দফায় পুলিশের মাইকিং।