পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় ব্লকের জোগাড়ডাঙ্গা ও পিয়াশালার মধ্যবর্তী শিলাবতী নদীর উপর পাথরবেড়িয়া নদীর ঘাটে পারাপারের জন্য অস্থায়ী ভাবে তৈরি করা হয়েছিল রাস্তা,কিন্তু গত দুই দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলের তরে ভেঙে গিয়েছে সেই রাস্তা, যার ফলে জোগাড়ডাঙ্গা ও পিয়াশালা দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন, প্রসঙ্গত গত কয়েক বছর আগে নদী পারাপারের জন্য তৈরি করা হয়েছিল একটি বাসের সাঁকো,কিন্তু গত বর্ষায় সেটি ভেঙে যাওয়ায় অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে রাস্তা, অন্যদিকে নদী পারাপারের জন্য ব্লক প্রশাসনের তরফ থেকে তৈরী করা হচ্ছে পাকাপোক্ত পোল, তবে তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি,তবে গত দুই দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে শিলাপতির নদীরতে জল বেড়ে যাওয়ায় অস্থায়ী রাস্তাটি জলে তরে ভেঙে যায়,যার ফলে যার ফলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন জোগাড়ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এবং পিয়াশালা গ্রাম পঞ্চায়েত এলাকা,যার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ, বুধবার ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন জল কমলেই আবার পাকাপোক্তের পোলের শুরু হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা জোগাড়ডাঙ্গা ও পিয়াশালার মধ্যবর্তী শিলাবতী নদীর উপর পাথরবেড়িয়া নদী ঘাটে অস্থায়ী রাস্তা...