প্রযুক্তিকে হাতিয়ার করে অ্যাপ চালু করলো বালুরঘাট পৌরসভা।

0
333

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ডিজিটাল যুগে বাড়িতে বসেই মিলবে পৌর পরিষেবা। প্রযুক্তিকে হাতিয়ার করে অ্যাপ চালু করলো বালুরঘাট পৌরসভা। জনসাধারণের পাশে দাঁড়িয়ে বালুরঘাট পৌরসভার এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সকলের। এদিন আনুষ্ঠানিক ভাবে এই অ্যাপের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
উল্লেখ্য, উন্নত শহরগুলির দিকে তাকিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত পৌর পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতাযাত হয়রানি কমাতেই এই প্রচেষ্টা বলে খবর। বিশেষ করে বয়স্ক নাগরিকের বিশেষ কাজে আসবে এই মোবাইল অ্যাপ। ‘এগিয়ে বালুরঘাট’ নামে এই অ্যাপের মাধ্যমে বালুরঘাটের বাসিন্দারা সমস্ত পরিষেবা পেয়ে যাবেন। পাশাপাশি পরিষেবার সম্পর্কে বিভিন্ন অভিযোগ জানাতেও এই অ্যাপের ব্যবহার করতে পারবেন নাগরিকরা। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, সাধারণ মানুষ বাড়িতে বসেই সুবিধা পাবেন।