ভারত বাংলা সীমান্ত দিয়ে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু এক পাচারকারীর।

0
329

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক পাচারকারীর। ঘটনাটি ঘটে ভারত বাংলাদেশ সীমান্তের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাগঞ্জ সীমান্তবর্তী এলাকায়। মৃত ওই পাচারকারী যুবকের নাম মোকলেছুর রহমান (৩৫)।

বিএসএফের অভিযোগ, আজ ভোর রাতে বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে ইচ্ছাগঞ্জ এলাকায় এসে হাজির হয়। তখন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বাধা দিলে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওপর আক্রমণ চালায় পাচারকারী দল এমনটাই অভিযোগ‌। আত্মরক্ষার জন্য গুলি চালালে বিএসএফ। ওই গুলিতে মৃত্যু হয় পাচারকারী ওই যুবকের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৫টি গরু ও ধারালো অস্ত্র উদ্ধার করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা থানায় নিয়ে আসে। ওই খবর পেয়ে মৃতের পরিবার মাথাভাঙ্গা থানায় আসে। পরিবারের দাবি, সে কোন রকম পাচারের সাথে যুক্ত নয়। মাথাভাঙ্গায় সে আত্মীয় বাড়িতে এসেছিল। তারপর এই ঘটনা ঘটে।

এবিষয়ে মৃত মোকলেছুর রহমানের দাদা মিজানুর রহমান বলেন, আমার ভাই আত্মীয়র বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে। কিন্তু রাতে তার সাথে কোন যোগাযোগ হয় নি। পরে আজ সকালে জানতে পারি যে সে মাথাভাঙ্গা এসেছিল। সেখানে বিএসএফ তাকে গুলি করে খুন করেছে। আমরা এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করবো।

এদিন এবিষয়ে মাথাভাঙ্গার এডিশনাল এসপি অমিত ভার্মা বলেন, আচারের উদ্দেশ্যে বেশ কিছু পাচারকারী সীমান্তবর্তী এলাকায় হাজির হলে কর্তব্যরত বিএসএফ জোয়ানরা পাচারকারীদের বাধা দেয়। সেই সময় পাচারকারীদের আক্রমণের জেরে গুরুতর জখম হয় এক বিএসএফ জোয়ান। সে বর্তমানে মাথাভাঙ্গা মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি নিজেদের আত্মরক্ষার তাগিদে পাচারকারীদের লক্ষ্য করে গুলি করলে মোকলেছুর রহমান নামে এক পাচারকারী যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও ৫ টি গরু উদ্ধার করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।