উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-কালিয়াগঞ্জ স্টেশনে অমৃত ভারত স্টেশনের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেশ কুমার স্টেশন পরিদর্শনে এসে তার আধিকারিকদের জানান। কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার একটি সেলুন কারে কাটিহার থেকে কালিয়াগঞ্জ স্টেশনে আসেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে।তিনি সাংবাদিকদের সামনে কোন কথা না বললেও বিভিন্ন আধিকারিকরা নানা ভাবে জানান কালিয়াগঞ্জ রেল স্টেশনের ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে।
কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার এক সাক্ষাৎকারে বলেন ভারতীয় রেল ভারতবর্ষের ৫০৮টি রেল স্টেশনকে অত্যাধুনিক করবার স্বার্থে এই প্রকল্প হাতে নিয়েছে।আগামী এক বছরের মধ্যে কালিয়াগঞ্জ রেল স্টেশনের চেহারা সম্পূর্ন পরিবর্তন হচ্ছে এটা নিশ্চিত ভাবেই বলা যায়।তিনি বলেন এই প্রকল্পের মাধ্যমে যাত্রীদের পরিষেবার সব রকম ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।সেই কারনেই আগামী ৬ আগস্ট কালিয়াগঞ্জ রেল স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে অমৃত ভারত প্রকল্পের কাজের সূচনা হতে যাচ্ছে বলে তিনি জানান।এই ঘটনায় কালিয়াগঞ্জ সর্বস্তরের মানুষ ভীষন খুশি বলে জানা যায়।