খাপাইডাঙ্গায় নির্যাতিতা নাবালিকার মৃত্যুর প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলো উত্তর খাপাইডাঙ্গা হাইস্কুলের ছাত্রছাত্রীরা।

0
272

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- খাপাইডাঙ্গায় নির্যাতিতা নাবালিকার মৃত্যুর প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করল উত্তর খাপাইডাঙ্গা হাইস্কুলের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকালে স্কুল সংলগ্ন কালজানি ২ নম্বর চৌপথিতে তাঁরা ওই অবরোধ শুরু করে। ছাত্রছাত্রীদের অবরোধের ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছোয়। কিন্তু ছাত্রছাত্রীরা পথ অবরোধ এখনও তোলেনি।

তাঁদের দাবি, দোষীদের কড়া শাস্তি দিতে হবে। যাতে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস ভবিষ্যতে আর কেউ না করে। খবর পেয়ে উত্তর খাপাইডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক বিপুল নন্দী সহ স্কুলের বেশ কিছু শিক্ষক ঘটনাস্থলে যায়। তাঁরা ছাত্রছাত্রীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন। যদিও ছাত্রছাত্রীরা তাঁদের সিদ্ধান্তে অনড়।

প্রসঙ্গত, দুদিন আগেও এই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা একই ইস্যুতে এলাকায় বড় মিছিল বের করেছিলেন। সুতরাং দুদিন বাদে ফের একই ইস্যুতে ছাত্রছাত্রীদের এ ধরণের পথ অবরোধের পেছনে বাইরের কারও ইন্ধন রয়েছে কি না সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ

বিষয়টি নিয়ে উত্তর খাপাইডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক বিপুল নন্দী বলেন,‘আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এদিন স্কুলে আসেনি। গুটিকয়েক ছাত্রছাত্রী যারা স্কুলে এসেছে। তাদের নিয়ে স্কুলে ক্লাস চলছে। ছাত্রছাত্রীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে।‘