পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তী:- প্রশাসনিক নিষেধাজ্ঞা ও বিভিন্ন রকমের সচেতনতার প্রচার সত্ত্বেও উদাসীন এখনও বহু বাইক চালক। কানে হেডফোন, হেলমেট না পড়ে অজান্তেই বিপদ ডেকে আনার প্রচেষ্টায় বহু বাইক চালক। এবার আবারো সাধারণ মানুষের সুরক্ষার্থে পথে নামল ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান শহরের বাদামতলা এলাকায় স্পেশাল চেকিং করা হলো সাব ট্রাফিক ওসি বিরহাটা চিন্ময় ব্যানার্জির উপস্থিতিতে। যারা হেলমেট না পরে বাইক চালাচ্ছেন এবং যাদের কানে রয়েছে হেডফোন সেই সমস্ত বাইক চালককে আটকানো হয়, বাজেয়াপ্ত করা হয় কানে গোজা হেডফোন ও।
বছরের অধিকাংশ সময়ই হেলমেটবিহীন বাইক চালক এবং একটি বাইকে দুই জনের বেশি চলাচলকারী ব্যক্তিদের সচেতন করা হয় ট্রাফিক পুলিশ প্রশাসনের তরফে। সমস্ত চালককে বলা হয় তাদের জন্য হেলমেট পরা কতটা গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও উদাসীন অনেকেই।
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রশাসনিক নিষেধাজ্ঞা ও বিভিন্ন রকমের সচেতনতার প্রচার সত্ত্বেও উদাসীন এখনও বহু বাইক...