পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পাশাপাশি রয়েছে হিন্দু-মুসলিম ধর্ম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। আর বিভিন্ন অনুষ্ঠানে একটিই অভিযোগ বারেবারে ওঠে তা হলো উচ্চস্বরে মাইক বা ডিজের তান্ডব। আর যার ফলে বিভিন্ন জায়গায় অশান্তি ঘটনা এবং প্রশাসনের পক্ষ থেকে ধরপাকড়ের ঘটনা ঘটনা থাকে।আর ঠিক এই কারনে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঁশকুড়া থানা জোনের একটি বেসরকারি গেস্ট হাউসে একটি সভা অনুষ্ঠিত হলো।। মাইক চালানোর ক্ষেত্রে কি কি নিয়ম-বিধি নিয়ম মানতে হবে, সেই বিষয়কে সামনে রেখেই এই সভা অনুষ্ঠিত হয়, এদিব উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি আশিষ মজুমদার, পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। মূলত এদিন পূর্ব মেদিনীপুর সাউন্ড ওনার্স অ্যাসোসিশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমে জানানো হয়, এবছর থেকে দূর্গা পুজোয় পাঁশকুড়া থানা জোন এলাকায় ডিজে মেসিন বাজানো হবে না। যদি কেউ ডিজে মাইক বাজায় তার জন্য ব্যবস্থা গ্রহন করা হবে। ইউনিয়নের পক্ষ থেকে বিষয়টি নজর থাকবে। পাশাপাশি পুজো কর্ম কর্তাদেরও ডিজে মাইক ব্যবহার না করার জন্য আরো সচেতন হওয়ার আহ্বান জানানো হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।পুজোয় সুস্থ পরিবেশ রাখার জন্য মাইক ব্যবসায়ী থেকে সাধারন মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
Home রাজ্য দক্ষিণ বাংলা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে জেলা সাউন্ড অনার্স...