নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এবিভিপি ও টিএমসিপি সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় উত্তাল হয়ে উঠল নদীয়ার মাজদিয়া সুধীর রঞ্জন কলেজ ক্যাম্পাস। কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার কলেজে প্রথম বর্ষের ভেরিফিকেশন চলছিল সেই সময় কোন কারণবশত দুটি ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এরপর উভয় পক্ষ জড়িয়ে পড়ে হাতাহাতি মারামারিতে। যার ফলে উভয় পক্ষেরই পাঁচজন জখম হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দাবি, ভেরিফিকেশন চলাকালীন অকারণে দুজন ছাত্রীর ওপর চড়াও হয় এ বিজেপির বহিরাগত সমর্থকেরা। অভিযোগ, সেই সময় উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এবিভিপির সমর্থকদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। পরে মারামারি বেঁচে যায় উভয় পক্ষের মধ্যে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের তোলা এই অভিযোগ অস্বীকার করে এবিবিপির সদস্যদের দাবি, বিনা কারণে তাদের এক সমর্থককে মারধর করে টিএমসিপি-র সদস্যরা। তারই প্রতিবাদ করতে গেলে বিবাদের সৃষ্টি হয় উভয় পক্ষের মধ্যে।। যদিও এই প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল জানান, এদিনের ঘটনা কোন রাজনৈতিক বিষয় নয়। অজ্ঞাত কোন কারণবশত নিজেদের মধ্যে ছাত্ররা বিবাদে জড়িয়ে পড়েছিল। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা এবিভিপি ও টিএমসিপি সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় উত্তাল হয়ে উঠল নদীয়ার মাজদিয়া...