দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেই সারা রাজ্য জুড়ে প্রাথমিক থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ফুল ড্রেস দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই কর্মসূচি সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌর এলাকাতেও চলছে। এবছর যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই স্কুল ড্রেস পাবে তাদের একটি কর্মসূচির মধ্যে দিয়ে ওল্ড ড্রেস তুলে দেওয়ার কাজ শুরু করলে বালুরঘাট পৌরসভা। শুক্রবার বালুরঘাট হাই স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হল বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, mcic মহেশ পারখ, বিপুল কান্তি ঘোষ , কাউন্সিলর সুরজিৎ সাহা সহ অন্যান্য। চেয়ারম্যান জানিয়েছেন এলাকার চল্লিশটির বেশি স্কুলে ৯৪৬০ ছাত্র-ছাত্রীর হাতে এই স্কুল ড্রেস তুলে দেওয়া হবে। যেখানে বালুরঘাট পৌরস এলাকার ২৬৮ টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ৫৯৬ জন স্কুল ড্রেস তৈরির সঙ্গে যুক্ত রয়েছে বলে চেয়ারম্যান জানিয়েছেন।