পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের মোট ১৪২ জন যক্ষা রোগীর দায়িত্ব নিলেন বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালের কর্তৃপক্ষ।

0
397

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ফের অনন্য নজির গড়লো পূর্ব মেদিনীপুর জেলার মেচোগ্রামের বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের মোট ১৪২ জন যক্ষা রোগীর দায়িত্ব নিলেন বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালের কর্তৃপক্ষ।তবে সহযোগিতা করবেন সরকারি স্বাস্থ্য আধিকারিকরা।শুক্রবার আনুষ্ঠানিক ভাবে
এই কর্মসূচির উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বোলনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন তমলুকের CMOH বিভাস রায়। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কৌশিক ধর, পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের BMOH, কর্মসূচির প্রোগ্রামিং অফিসার Dr.suman kalyan adhikari, পাঁশকুড়া পৌরসভার পৌর প্রসাশক নন্দ কুমার মিশ্র, সহ একাধিক স্বাস্থ্য আধিকারিকরা। এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বড়মা মাটি স্পেশালিটি হাসপাতালের ডাক্তার ভাস্কর রায় ও মধুমিতা রায়।