শুক্রবার সকালে তাহেরপুর কিশোর কুমার ফ্যান ক্লাবের সদস্যরা তাহেরপুর স্টেশন সংলগ্ন রাজ্য সড়কের পাশে জন্মদিন পালন।

0
200

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: –  সকাল থেকেই ছিল চরম ব্যস্ততা। ফুল, বেলুন, রঙিন কাগজ দিয়ে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠানস্থল। শিল্পীর প্রতিকৃতিকে মালা দিয়ে সাজিয়ে তোলা হয়। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা কিশোর কুমার ফ্যান ক্লাবের প্রায় জনা ত্রিশেক সদস্য তাঁদের দৈনন্দিন কাজ বন্ধ রেখেই বিভিন্ন গানের মধ্য দিয়ে দিনটি পালন করেন। কেকের ওপর ৯৪ লেখা মোমবাতিতে আলোক প্রজ্জ্বলন করে, কেক কেটে শুরু হয় এদিনের অনুষ্ঠান পর্ব। পথচারীদের জন্য রাখা হয়েছিল মিষ্টিমুখের আয়োজন। আয়োজকদের দাবি, এই প্রথমবার শিল্পীর জন্মদিন পালনে সবাই মিলে অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়াও দিনভর কিশোর কুমারের কণ্ঠে গাওয়া বিভিন্ন গান পরিবেশন করেন আয়োজকরা। আয়োজকদের তরফ থেকে দেবেশ দে বলেন, “এবছরই আমরা প্রথম জাঁকজমকের সঙ্গে অমর শিল্পীর জন্মদিন পালন করছি। তবে আগামী বছর থেকে আরও বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। আমরা প্রত্যেকেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। অথচ সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও রোজ দিনশেষে একবার সবাই মিলে শ্রদ্ধেয় শিল্পীর গান চর্চা করি।”