স্কুলের শিক্ষক শাসক দলের নেতা রোজ আসেন না স্কুলে, কেউ কিছু বলতে গেলে নাকি দেখে নেবেন পরে!

0
175

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- স্কুলের শিক্ষক নাকি শাষক নেতা!আসেন না রোজ স্কুলে কেউ কিছু বলতে গেলে গম্ভীর গলায় বলে ওঠেন তিনি নাকি তিনি বুঝে নেবেন। এমনই অভিযোগে সকাল থেকে উত্তাল হল বাঁকুড়া এক নম্বর ব্লকের বাদুলাড়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা সকাল থেকে দফায় দফায় জমায়েত হয়ে স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায়সই স্কুলে আসেন না বাদুলালাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষক তোফিকুর রহমান যিনি নাকি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বারংবার শিশু শিক্ষার বিষয়ে একাধিক প্রকল্প গ্রহণ করছে সেখানে এক উল্টো চিত্র ধরা পরল বাঁকুড়ার এই স্কুলে। শিক্ষক যিনি নাকি সমাজ করার কারিগর তিনি গরহাজির স্কুলে। শুধু তাই নয় গ্রামবাসীদের অভিযোগ বাদুলারা প্রাথমিক বিদ্যালয়ে মোট আটজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন যার মধ্য তিনজন প্রায়শই কামায় করে যার মধ্যে একজন শাসক দলের নেতা। বিষয়টি নিয়ে আগেও স্কুলে এসে জানালেই কোনো সুরাহা মেলেনি সেই একই ঘটনার পুনরাবৃত্তি বারংবার হয়েই চলেছে। গ্রামবাসীরা জানাচ্ছেন এই ঘটনা যদি আরো চলতে থাকে ভবিষ্যতে তারা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে।ওই শাসক দলের শিক্ষক নেতা তোফিকুর রহমান অভিযোগ মানতে চাননি, তিনি ফোনে জানান পুরো বিষয়টি আমি মিটিয়ে নেব।

শিক্ষার জন্য বর্তমানে রাজ্য সরকার যেখানে বারংবার জোর প্রদান করছেন, সেখানে দাঁড়িয়ে মানুষ গড়ার কারিগরদের এই ধরনের উদাসীনতা প্রশ্ন তুলে দিচ্ছে কোন পথে পশ্চিমবাংলার শিক্ষা।??