কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোট পর্ব অনেকদিন মিটে গেলেও থামছে না দলবদল। এক দলে জিতে সেখান থেকে তৃণমূলে যোগদানে কোনও বিরাম নেই। হলদিবাড়ি পর এবার মেখলিগঞ্জ বিধানসভার পারাডুবি অঞ্চলে সারাভারত ফরোয়ার্ড ব্লকের টিকিটে জয়ী হওয়া প্রার্থী যোগ দিলো তৃণমূলের। যার ফলে বাম শুন্য হল সেই গ্রাম পঞ্চায়েত। ওই অঞ্চলের একমাত্র সারাভারত ফরোয়ার্ড ব্লক দলের জয়ী প্রার্থী অলোক রায় তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে তৃণমূলের যোগদান করেন। এদিন কোচবিহার নিউটাউনে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আসেন অলোক রায়। সেখানে তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি।
জানা গেছে,মেখলিগঞ্জ বিধানসভার পারাডুবি গ্রাম পঞ্চায়েতে ১৪টির মধ্যে ৬টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, ৭টিতে বিজেপি,১টি সারাভারত ফরোয়ার্ড ব্লক জয়লাভ করে। ওই অঞ্চল ত্রিশঙ্কুর হয়ে রয়েছে। তাই সারাভারত ফরোয়ার্ড ব্লকের টিকিটে জয়ী হওয়া প্রার্থী এলাকার উন্নয়নের স্বার্থে আজ তৃণমূলের যোগ দেন। এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।
এদিন সদ্য তৃণমূলে যোগ দান করা অলোক রায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞ দেখে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। কারণ তৃণমূল কংগ্রেসে থাকলে আমি সাধারণ মানুষ বা এলাকার ভালোভাবে কাজ করতে পারবো।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন,কোচবিহার জেলায় ৫ টি অঞ্চল ত্রিশঙ্কুর রয়েছে। সেই কারণে আমরা বোর্ড গঠন করার আগে যারা আমাদের দলের টিকিট না পেয়ে অন্য দলের থেকে টিকিটে জয়ী হয়েছে তাদের আমরা আমাদের দলে যোগদান করবো। সেই ধারাকে অব্যাহত রেখে মেখলিগঞ্জ বিধানসভার পারাডুবি গ্রাম পঞ্চায়েতে ১৪টির মধ্যে ৬টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল,৭টিতে বিজেপি,১টি সারাভারত ফরোয়ার্ড ব্লক জয়লাভ করে। ওই অঞ্চল ত্রিশঙ্কুর হয়ে রয়েছে। সেই কারণে আমরা ওই অঞ্চলে সারাভারত ফরোয়ার্ড ব্লক থেকে জয়ী প্রার্থীকে নিজেদের দলে নেওয়া হলো। আগামী দিনে ওই অঞ্চল আমরা দখল করবো বলে জানান তিনি।