পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার সাওড়াবেড়িয়া গ্রামে বছর চারেক ধরে এক ব্যক্তি করে চলছেন শূকোর চাষ।গ্রাম বাসীদের অভিযোগ শূকোরের বিশাল ফার্ম থাকার ফলে হচ্ছে দূষন, দূর্গন্ধে অতিষ্ঠ এলাকার ৭০ টি পরিবার। প্রশাসন এমনকি দূষণ নিয়ন্ত্রণ পর্ষৎকে বারংবার জানিয়েও কোন ফল হয়নি কয়েক বছর ধরে। এই চাষের ফলে স্থানীয় কয়েকটি পুকুর সহ কৃষি জমিও ক্ষতি গ্রস্ত হচ্ছে এলাকায়। আর এই অভিযোগে শনিবার গ্রামবাাীরা শুরু করে বিক্ষোভ ও ভাঙচুর। গ্রামবাসীরা এদিন ক্ষিপ্ত হয়ে শূকোরের ব্যবসায়ী বিমল চন্দ্র দাসের বাড়ি ও ফার্মের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান। পরে ফার্মের একাংশ ভাঙচুর চালায় স্থানীয়রা। তাদের দাবি এলাকায় দূর্গন্ধ ও দূষমের ফলে চরম কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। কোন ভাবেই পাড়ার মধ্যে এই ভাবে শূয়োরের ফার্ম করতে দেওয়া হবে না। যদিও এদিন ফার্মের মালিক বিমল চন্দ্র দাস এলাকা ছাড়া। ঘটনা স্থলে আসে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ।এই ঘটনায় সাওড়াবেড়িয়া গ্রাম সারা দিনই রীতি মতো উত্তপ্ত।