দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- টিকাকরণে বাদ পড়ে যাওয়া শিশুদের টিকাদানে বিশেষ কর্মসূচি দক্ষিণ দিনাজপুরে। জেলাপ্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে আগামী ৭ আগস্ট থেকে শুরু হচ্ছে ইন্দ্রধনুস নামক বিশেষ কর্মসূচি। মূলত শূন্য থেকে দুই এবং দুই থেকে পাঁচ বছর বয়সী শিশু যারা কোন কারণে নির্ধারিত টিকাগুলির কোন একটি নিতে পারে নাই। ইন্দ্রধনুস কর্মসূচির মাধ্যমে তাদের সেই টিকাগুলি প্রদান করা হবে।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দঃ দিনাজপুরে টিকাদান থেকে বাদ পড়ে যাওয়া এই ধরণের শিশু ও গর্ভবতী মায়ের সংখ্যা ৬৯১৯ জন। যাদের মধ্যে গর্ভবতী মা রয়েছেন ১৪২৩ জন। ইন্দ্রধনুসের মাধ্যমে তাঁদের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে বাদ পড়ে যাওয়া সেই টিকাকরণ করা হবে। প্রথম রাউন্ড ৭ থেকে ১২ আগস্ট, দ্বিতীয় রাউন্ড ১১ থেকে ১৫ সেপ্টেম্বর এবং তৃতীয় রাউন্ড ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট বয়সী শিশু ও গর্ভবতী মায়েদের টিকাকরণ চলবে।