নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা শহরে বাড়ির ছাদে পদ্ম ফুটিয়ে তাক লাগিয়েছেন পেশায় শিক্ষক অভ্রজ্যোতি গুহ। ওই পদ্মের সুবাদে অভ্রজ্যোতিবাবুর বাড়ি এখন পদ্মবাড়ি হিসাবেই চেনে অনেকে। ছাদ বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির পদ্ম। যার সুবাস ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।অভ্রজ্যোতি বাবুর বাগান যেন জানান দিচ্ছে শরৎকাল এসে গিয়েছে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ব্যাংক রোড এলাকায় বাড়ি অভ্রজ্যোতিবাবুর। তিনি যাদবপল্লি হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষক। শিক্ষকতার ফাঁকে বেশির ভাগ সময় ছাদ বাগানেই থাকতে ভালোবাসেন তিনি। এই টানেই তিনি ছাদে পদ্ম চাষের পরিকল্পনা করেন তিনি।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা শহরে বাড়ির ছাদে পদ্ম ফুটিয়ে তাক লাগিয়েছেন পেশায় শিক্ষক অভ্রজ্যোতি গুহ।