পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ভারত সংস্কৃতি উৎসব ২০২৩ এই বছরে ১৬তম বর্ষে পদার্পন করলো সাথে সাথে সায়ত্রিশ তম আন্তর্জাতিক উৎসব হিসেবে পদার্পন করলো শনিবার ৫ই আগস্ট। জানা গেছে ৮ই ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর এবং অনলাইন প্রতিযোগিতা ১৬ই ডিসেম্বর থেকে ১৭ই ডিসেম্বর বর্ধমানে, কলকাতা ২৩,২৪,২৬ থেকে ৩০শে ডিসেম্বর টোটাল সাত দিন এবং ২৫শে ডিসেম্বর রিষরা ভলিবল খেলার মাঠ মিলিয়ে মোট ১৬দিন যাবৎ চলবে এই বছরের ভারত সংস্কৃতি উৎসব। জানা যায় প্রায় ১০টা দেশ এবং ২৭-২৮ টা রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন ভারত সংস্কৃতি উৎসবে। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারত সংস্কৃতি উৎসবের আহ্বায়ক ডক্টর দেবেশ ঠাকুর, সমন্বয়ক শ্যামল দাস, ভারত সংস্কৃতি উৎসবের কার্যকর্তা অমৃতা দাস, সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার সহ আরও অন্যান্য অনেকে।