নিজস্ব সংবাদদাতা, মালদা:–অমৃত ভারত প্রকল্পের অধীনে দেশের ৫০৮টি রেলওয়ে স্টেশনের সাথে আধুনিক রূপ পেতে চলেছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। সেই কাজেরই শুভ সূচনা হতে চলেছে রবিবার। দিল্লিতে বসে ভার্চুয়াল মাধ্যমে এই কাজের শুভ সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এই উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ল মালদা টাউন স্টেশনে।নতুন রূপে নতুন সাজে মালদা টাউন রেল স্টেশন। আর এই নতুন রেল স্টেশনের রুপ হতে চলেছে বিশ্ব মানের। যার ভিত্তি শিলান্যাস হতে চলেছে রবিবার। এই শিলান্যাস ভার্চুয়ালি করবেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। বলার অপেক্ষা রাখে না এই শিলান্যাস অনুষ্ঠান ঘিরে মালদা রেলওয়ে ডিভিশনে ব্যস্ততা চলছে ,তেমনই মালদায় বসবাসকারী মানুষেরাও খুশি আনন্দে মেতে উঠেছেন।
আর এই স্টেশন নিয়ে খুশি হবেই বা না কেন ? এতদিন যে মালদা সোন্দর্যযানের দিক দিয়ে অবহেলিত ছিলো সেই মালদা এখন নবাবী রূপ নিছে।এই স্টেশনের রূপই বলে দেবে ” তিলোত্তমা মালদা ”।
Home রাজ্য উত্তর বাংলা অমৃত ভারত প্রকল্পের অধীনে দেশের ৫০৮টি রেলওয়ে স্টেশনের সাথে আধুনিক রূপ পেতে...