পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- বেড়াতে এসে জলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কেঠিয়া খালে তলিয়ে গেল এক যুবক,ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়,
স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুরে একটা নাগাদ ৬ জন যুবক মিলে ঘাটালের কোন্নগর থেকে ঘুরতে এসেছিল ক্ষীরপাইয়ের কাঠিয়া খালে। আর ওই সময় খালে নামে ওই ছয় জন যুবক তাদের মধ্যে থাকা ঘাটালের রোহিত মোদক নামের এক যুবক হঠাৎই তলিয়ে যায় খালের জলে। গত কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টিপাতের ফলে খালের প্রচন্ড স্রোতে তলিয়ে যায় বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান,যুবক সাঁতার জানতো না এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। রোহিতের বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে তাকে দেখতে না পেলে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই আউট পোস্টে খবর দেয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ এসে ডুবুরি দিয়ে খোঁজ চালাচ্ছে ওই যুবকের। ঘটনায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা অতিক্রম করলেও এখনো পর্যন্ত ওই যুবকের কোন খোঁজ পাওয়া যায়নি । ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ঘাটালের এসডিও ,চন্দ্রকোনা থানার পুলিশ বাহিনী এবং চন্দ্রকোনা এক নাম্বার ব্লকের বিডিও,অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা বেড়াতে এসে জলে চন্দ্র কুমার কাঠিয়ার খালে তলিয়ে গেল এক যুবক,ঘটনাকে ঘিরে...