রবিবার বর্ধমান স্টেশনে উপস্থিত ছিলেন সাংসদ এসএস আলুওয়ালিয়া।

0
162

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রবিবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, অত্যাধুনিক যাত্রী পরিষেবা দেওয়ার লক্ষ্যেই বহু স্টেশনকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগেই ভারতীয় রেলের ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’। সম্পূর্ণ প্রকল্পের অধীনে পড়ছে দেশের মোট ১ হাজার ৩০৯টি স্টেশন। তবে, সর্বপ্রথম পর্যায়ে সাজিয়ে তোলা হবে ৫০৮টি স্টেশনকে।
রবিবার বর্ধমান স্টেশনে উপস্থিত ছিলেন সাংসদ এসএস আলুওয়ালিয়া। সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য ও রেলের অধিকারিকরা। এদিন সাংসদ বলেন, ৭৫ তম অমৃত ভারত স্টেশন পালিত হচ্ছে রবিবার তার মধ্যে বর্ধমান স্টেশন ও রয়েছে। প্রধানমন্ত্রী মানুষের জন্য ভাবছেন মানুষের পাশে সর্বদা রয়েছেন তারই ফলস্বরূপ অমৃত প্রকল্প।
ডিআরএম বলেন, সার্কুলেটিং এড়িয়ার ডেভেলপমেন্ট হবে, স্টেশন বিল্ডিং এর ফ্রন্ট ইমপ্রুভ করা হবে। ভালো লাইটিং এর বন্দোবস্থ করা হবে পুরো স্টেশন জুড়ে। এছাড়াও তিনি বলেন, কোচ ইন্ডিকেশন বোর্ড সাথে সাথে ট্রেন ইন্ডিকেশন বোর্ড লাগানো হবে প্রতিটা প্লাটফর্মে। এছাড়াও যেসমস্ত প্লাটফর্মের হাইট নিচু আছে সেইগুলি মার্কিং করে হাইট প্রপার করা হবে। যাত্রীদের যেসমস্ত আধুনিক সুবিধার চাহিদা আছে সেইদিকে যথাযত নজর দেওয়া হবে। অমৃত প্রকল্পে বর্ধমান স্টেশন এ ক্যাটাগরীর হবে বলেও জানান তিনি।