নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের প্রতি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বৈষম্যতামূলক আচরণ সহ ১০০ দিনের প্রাপ্য টাকা না দেওয়ার দাবি ছাড়াও আবাস যোজনার অর্থ বন্ধ করে দেওয়া ও বাংলার সার্বিক উন্নয়ন খাতে এক লক্ষ ১৫ হাজার কোটি বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদ সহ পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের আদিবাসীদের উপর অমানুষিক অত্যাচারের প্রতিবাদে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার রানাঘাট শহরে সুভাষ এভিনিউ কর্মতির্থ সামনে অবস্থান-বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করা হয়। অবস্থান বিক্ষোভ কর্মসূচিটি বেলা ১২ থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টে পর্যন্ত। উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দোপাধ্যায়, উপ পৌরপতি আনন্দ দে, দুলাল পাত্র, রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভপতি পবিত্র ব্রম্ভ সহ রানাঘাট শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যা থেকে শুরু করে ২০ টি ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূল কর্মী সমর্থক সহ তৃণমূল ছাত্র পরিষদ সহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার রানাঘাট শহরে সুভাষ এভিনিউ কর্মতির্থ সামনে...