কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনের সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদল তৃণমূলের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্যকে ১০০ দিনের টাকা না দেওয়ার প্রতিবাদে দুপুর ১২টা থেকে অবস্থানে বসেছে শাসক শিবির৷ ওই প্রতিবাদ চলবে বিকেল ৪ টা পর্যন্ত৷ সারা রাজ্যের সাথে কোচবিহারের ঘুঘুমারি চৌপথিতে সংলগ্ন এলাকায়। এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূলের জেলা সহ সভাপতি নিরঞ্জন দত্ত, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, কৃষাণ ক্ষেত মজুর জেলা সভাপতি খোকন মিয়া, কোচবিহার ১নং ব্লক (এ) ব্লক সভাপতি জ্যোতির্ময় রায়, কোচবিহার ১নং ব্লক (বি) ব্লক সভাপতি আব্দুল কাদের মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা।
জানা গেছে,গত বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে দলীয় কর্মীদের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,”বিজেপি নেতারা বারবার কেন্দ্রীয় সরকারকে রাজ্যের প্রাপ্য দিতে বারণ করেছেন। তাই কেন্দ্র গরীব মানুষের টাকা আটকে রেখেছে৷ এভাবে প্রতিহিংসার রাজনীতি করে রাজ্যকে ভাতে মারার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ৬ অগস্ট এই সব ইস্যুকে এক করে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল প্রতিটি ব্লকে ১২টা থেকে ৪ টে পর্যন্ত এই কর্মসূচি পালন করবে জেলা তৃণমূল নেতৃত্ব ও ব্লকে ব্লকে অবস্থান কর্মসূচির ডাক দেন তিনি। সেই অনুযায়ী কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের এই অবস্থান বিক্ষোভ করছে তৃণমূল কংগ্রেস বলে জানা গিয়েছে।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন,যারা ১০০ দিনের টাকা পায়নি,এমন ৫ লক্ষ মানুষের সই সংগ্রহ আমরা করেছিলাম। সেই দরখাস্ত গুলো আমরা রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়েছি। সেই দরখাস্ত গুলো নিয়ে দিল্লিতে দরবার করবেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একুশে জুলাই এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৫ আগস্ট জেলার বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার কর্মসূচি ডাক দেন। বিজেপি তাদের নেতাদের বাঁচাতে হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় এই কর্মসূচি বাতিল করার নির্দেশ দেন হাইকোর্ট। তারপর গত বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলেন, ১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ৬ই আগস্ট বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে অবস্থান বিক্ষোভ করছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ১০০দিনের বকেয়া কাজের পাওনার দাবি এবং কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করছে তৃণমূল কংগ্রেস বলে জানান তিনি।