আড়াই ঘণ্টা পথ অবরোধ গজরাজের।

0
209

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- পথ অবরোধে সামিল দলছুট এক দাঁতাল। রবিবার ভোর থেকে টানা আড়াই ঘন্টা বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর সীমান্তের সিমলাপালের জামবনির জঙ্গলের রাস্তার উপর ঠায় দাঁড়িয়ে থাকার পর, সোমবার ভোর থেকে সেই একই ঘটনার সাক্ষী থাকলেন ওই এলাকার মানুষ। বাঁকুড়া জেলার সিমলাপালের বিক্রমপুর থেকে পশ্চিম মেদিনীপুরের আমলাশুলি রাস্তার উপর জামবনীর জঙ্গলের বাঁকের সামনে গজরাজের পথ অবরোধ এর কারণে এদিন আটকে পড়ে বেশ কিছু যাত্রী ও পন্যবাহি যানবাহন। সেই সুযোগে বাসযাত্রীরা পথ অবরোধকারী গজরাজের ছবি তুলতে দেখা যায়।প্রায় আড়াই ঘণ্টা ঠিক কি কারণে পথ অবরোধ তা বোঝাতে অক্ষম গজরাজ।আর এই অবলা প্রাণীর মনের ভাষা বুঝতেও অক্ষম উপস্থিত আমজনতা। টানা আড়াই ঘণ্টা অবরোধ শেষে ক্লান্ত হয়ে জঙ্গলের পথ ধরে গজরাজ।আর হাঁফ ছেড়ে বাঁচলো দীর্ঘক্ষণ আটকে পড়া মানুষেরা।