নদীয়, নিজস্ব সংবাদদাতা:- গত রবিবার দুপুরে রানাঘাট শহরের ১২ নম্বর ওয়ার্ডের সাধুর বাগান এলাকার বাসিন্দা বছর ২২ এর অন্তঃসত্ত্বা পূজা রায়কে নার্সিংহোমে নিয়ে আসা হয়। তিনি নার্সিংহোমের চিকিৎসক অনুপম বিশ্বাসের চিকিৎসাধীন ছিলেন। প্রসূতির পরিবারের দাবি, নার্সিংহোমে নিয়ে আসা হলে চিকিৎসক আলট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেন। সেই মতো ওই পরীক্ষা করানোর পর প্রসূতির বাড়ির লোকজন জানতে পারে ২৬ সপ্তাহ আগে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছিল। যদিও নার্সিংহোমের কর্তৃপক্ষ ও সেখানকার চিকিৎসক প্রসূতির আত্মীয় পরিজনদের জানান গর্ভস্থ ওই সন্তানের মৃত্যু হয়েছে আগেই। এরপরই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে রানাঘাটের ওই নার্সিংহোমে প্রসূতি ভাঙচুর চালায় রোগীর আত্মীয় পরিজনেরা। ঘটনাস্থলে পৌঁছেছে রানাঘাট থানা পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নদিয়ার রানাঘাটে একটি নার্সিংহোম ভাঙচুর করলো রোগের আত্মীয়-পরিজনেরা।...