কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়ি নয়ানজুলিতে উলটে পড়ে মৃত্যু হল ৫ মাসের এক শিশুর। আহত হয়েছে আরও চারজন। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের মোটা সন্ন্যাসীর থান এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ওই ছোট গাড়িটি চ্যাংরাবান্ধার দিক থেকে ধূপগুড়ি উদ্দেশ্যে আসছিল। সেই সময় হঠাৎ করে সামনে একটি বাচ্চা এসে পড়ায় তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি প্রথমে গাছে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ভরা নয়ানজুলিতে পড়ে যায়। গাড়িতে চারজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সকলকে উদ্ধার করেন।
রানিরহাটের স্থানীয় বাসিন্দা নবকুমার রায় জানান, চারজনকে উদ্ধার করা হলেও পাঁচমাসের শিশুটির অবস্থা খুব একটা একটা ভালো ছিল না। শিশুটিকে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মেখলিগঞ্জ সদর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত শিশুটির নাম সাকিব আখতার।
মৃত শিশুটির প্রতিবেশী রুবি পারভিন বলেন ‘আজ বিকেলে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে আত্মীয়র বাড়ি ধূপগুড়ি যাচ্ছিলেন শিশুটির বাবা তাইবুল আলি। ঘটনার পর থেকে তার বাবা মা শোকে পাথর হয়ে গেছে। এখনও পর্যন্ত তারা কথা বলার পরিস্থিতিতে নেই।