দক্ষিণ দিনাজপুরে মন্ত্রী বিপ্লব মিত্রর হাত ধরে তৃণমূলে যোগদান, সিপিআইএমের জয়ী ২ প্রার্থী সহ অনুগামীদের।

0
277

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচন পার হতেই দক্ষিণ দিনাজপুরে মন্ত্রী বিপ্লব মিত্র হাত ধরে তৃণমূলে যোগদান সিপিআইএমের জয়ী ২ প্রার্থী সহ বহু অনুগামীদের।
সোমবার বিকেল ৪:০০ টায় বুনিয়াদপুরে হরিরামপুর ব্লকের কলসি বুথের সিপিআইএম প্রার্থী আরিফা খাতুন ও অজয় মণ্ডল ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। পাশাপাশি তাদের সাথে এলাকার প্রায় ৫০ জন সিপিআইএম অনুগামী তৃণমূলে যোগদান করেন এই দিন। বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতেই তাদের তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন সিপিআইএম থেকে তৃণমূলে যোগদানকারী জয়ী প্রার্থীরা। লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় সিপিআইএম ছেড়ে তৃণমূলের যোগদান, জেলা তৃণমূলের অনেকাংশেই শক্তি বৃদ্ধি হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
খুশির হাওয়া তৃণমূল শিবিরে।
এই দিন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান “আগামী দিনেও লাগাতার বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচি জারি থাকবে দক্ষিণ দিনাজপুরে।”
কর্মসূচিতে উপস্থিত প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।