পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে প্রতিনিয়ত অভিযান চালানো হয় বেআইনি মদের বিরুদ্ধে।

0
115

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে প্রতিনিয়ত অভিযান চালানো হয় বেআইনি মদের বিরুদ্ধে। এর আগেও বেআইনি মদ বিক্রির অভিযোগে আটক করা হয় অভিযুক্ত দের, নেওয়া হয় কঠোর পদক্ষেপ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের তরফে।

এবার আবারও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় বেআইনি মদের বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয় বেআইনি মদ। বাপি সাহা বর্ধমান শহরের ছোট নীলপুর, আম বাগান, মহেন্দ্র শাও আলমগঞ্জ কলাবাগান
সামনের খাবারের দোকানে মদ বিক্রি করে বলে গোপন সূত্রে খবর পায় বর্ধমান থানার পুলিশ। পুলিশি অভিযানে আলমগঞ্জে গোপনে লুকিয়ে লুকিয়ে মদ বিক্রি করা পাঁচজনকে আটক করা হয়। তার মধ্যে দুজন সেলার কে অ্যাড করে বর্ধমান কোর্টে পাঠানো হয় এবং তিনজনকে জামিন এ মুক্তি দেওয়া হয় বলে পুলিশ সূত্রের খবর।