নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ ডাকে সোমবার ৭ আগস্ট ভারত বন্ধ। এদিন ২২টি বিভিন্ন দাবি জানিয়ে আজ বন্ধ পালন। আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার এবং তাদের বিরুদ্ধে সংসদের আইন প্রণয়নের প্রতিবাদে আজ ভারত বন্ধের ডাক দিয়েছে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ ভারত বন্ধ। রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের ডাকে জেলায় বিভিন্ন ব্লকে চলছে বন্ধ। সে পরিপ্রেক্ষিতে হবিবপুর ব্লকের আইহো স্ট্যান্ডে এদিন সকাল থেকে রাস্তায় আটকে বন্ধ সফল করতে রাস্তায় নেমেছে। রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের তাদের দাবি দাবা হল-আদিবাসীদের ২০২০/২১/২২ সালের আদিবাসীদের বিরুদ্ধে সংসদের আইন পাস হাওয়াই আদিবাসীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে,সিভিল কোড বাতিল,আদিবাসীদের জল জঙ্গল ও জমি থেকে উচ্ছেদ করে তাদের জীবন জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে,বন জঙ্গলের অঙ্গনের নামে বন জঙ্গলে বসবাসকার আদিবাসীদের ব্যাপক হরে বন বিভাগে করা হচ্ছে,আদিবাসী অধ্যুষিত এলাকায় ব্যাপক হারে ব্রাহ্মণদের দেবদেবী মন্দির নির্মাণ করে তাদের এলাকায় আজগুবি গল্প করে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে খিদের কে ধ্বংস করা হচ্ছে,সহ বিভিন্ন ২২ দাবি জানিয়ে প্রতিবাদ জানিয়ে আজ ভারত বন্ধের ডাক দিয়েছে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ বন্ধ পালন করা হচ্ছে, এই বন্ধ বিকেল ৪ টা পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।এই বন্ধ ঘিরে গোটা এলাকায় নজর হয়েছিল পুলিশের কড়ানজড়দারী।