শিশু মৃত্যু নিয়ে উত্তাল কোতুলপুর গ্রামীণ হাসপাতাল।

0
210

আবদুল হাই, বাঁকুড়াঃ – শিশু মৃত্যু নিয়ে উত্তাল হল বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামীন হাসপাতাল । জানা যায় গত বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে এক মা গোগরা গ্রামীণ হাসপাতালে ভর্তি হন কিন্তু যথাযথ চিকিৎসা করা হয়নি বলেই পরিবারের লোকজনের দাবি। প্রসব যত্ননা নিয়ে কাতরাতে থাকলেও বারবার ডাক্তার এবং নার্সদের ডাকাডাকি করলেও তারা ফোন নিয়েই ব্যস্ত থাকেন সে কথাই কর্ণপাত করেননি। ডাক্তার এবং নার্সদের গাফিলতিতে ই সদ্যোজাতের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের লোকজনের। এর আগেও শিশু মৃত্যুর অভিযোগ উঠেছিল এই হাসপাতালে রোগীর পরিবারের লোকজনের দাবি নার্সদের কুরুচিকর কথাবার্তা। রোগী পরিষেবা না দিয়ে ডিউটি করার সময় কিকরে সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকেন সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। রোগীদের সাথে ভদ্র আচরণ করেন না ডাক্তার এবং নার্সরা এমনটাই অভিযোগ রোগী এবং রোগী র আত্মীয়দের। এমন আরও অভিযোগ করেছেন হসপিটালে কোন রোগী এলে তাদেরকে স্থানান্তরিত করতে না পারলে তারা স্বস্তি পান না হাসপাতালের প্রতিনিধিরা। ফোন তো দূরস্ত বারে বারে গিয়েও দেখা পাওয়া যায়নি বি এম ও এইচ এর ।এসব কারণেই রুগীর পরিজনেরা কোতুলপুর গ্রামীণ হাসপাতালে এসে এর জবাব চাই তে থাকেন।

সম্প্রতি রাজ্য সরকার গোগরা গ্রামীর হাসপাতালের উন্নতিকরণ এবং অতিরিক্ত কুড়ি শয্যার বেডের ব্যবস্থা করেন কিন্তু রোগী যদি পরিষেবায় না পায় তাহলে হাসপাতাল উন্নতিকরণ এবং বেড সংখ্যা বাড়িয়েই কি লাভ এই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।