নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার সকালে একঘণ্টা গেট মিটিং হলো। সোমবার সকালে তৃণমূলের চা বাগান সংগঠন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উত্তরের সবকটি চা বলয় পাশাপাশি কালচিনি ব্লকের প্রতিটি চা বাগানে গেট মিটিং আয়োজিত হয়। চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ১৮ টাকা বৃদ্ধি হয়েছে এবং ১ লা জুন থেকে এই বৃদ্ধি লাঘু হয়েছে। রাজ্য শ্রমদফতর পূর্বেই এই ১৮ টাকা বৃদ্ধি ঘোষণা করে কিন্ত কিছু মালিকসংগঠন হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট থেকে সম্প্রতি রায় দেয় যে ১৮ টাকা বৃদ্ধি হবে । এদিন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাঁও জানান ১ লা জুন থেকে ১৮ টাকা বৃদ্ধি হয়েছে এতদিন শ্রমিকরা দৈনিক ২৩২ টাকা মজুরি পেত এখন থেকে ২৫০ টাকা দৈনিক মজুরি পাবে এবং জুন ও জুলাই এই দুই মাসের বর্ধিত টাকা এরিয়ার হিসেবে পাবে শ্রমিকরা । এদিন কালচিনি ব্লকের দলসিংপাড়া, মালঙ্গী, ভার্ণাবাড়ি, মধু ,ভাতখাওয়া,আটিয়াবাড়ি সহ বিভিন্ন চা বাগানে গেট মিটিং হয়।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উত্তরের সবকটি চা বলয় পাশাপাশি কালচিনি ব্লকের প্রতিটি...