স্নান করতে নেমে পুকুর থেকে উদ্ধার পঞ্চায়েত ভোটের তিনটি ব্যালট বাক্স, চাঞ্চল্য এলাকায়।

0
270

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – সদ্য পঞ্চায়েত ভোট সমাপ্ত। আর সেই পঞ্চায়েত ভোটের বেশ কিছুদিন কেটে গেলেও এখনও পুকুর থেকে উদ্ধার হচ্ছে পঞ্চায়েত ভোটের ব্যালট বাক্স। সেই বাক্সের ভেতরে ব্যালটও রয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েতের ধুমপুর কালীবাড়ি এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে,গত ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন স্থানীয় ধুমপুর কালীবাড়ি নতুন প্রাথমিক বিদ্যালয়ের ২৭৭ নম্বর ভোটকেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা হয়। সেই সময় তিনটি ব্যালট বাক্স ভোটকেন্দ্র থেকে লুটের অভিযোগ ওঠে। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১০ জুলাই এখানে পুনর্নির্বাচন হয়। তাতে তৃণমূল প্রার্থী জয়লাভ করেন।তারপর এদিন বিকেলে ওই ভোটকেন্দ্রের সামনে পুকুরে স্নান করতে নেমে বাপ্পা দেব নামে এক ব্যক্তি ওই তিনটি ব্যালট বাক্স দেখতে পান। ওই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বহু মানুষ সেখানে ভিড় করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কোতোয়ালি থানার পুলিশ। তারপর সেখান থেকে পুলিশ ওই তিনটি ব্যালট বাক্স উদ্ধার করে নিয়ে আসেন।