আবদুল হাই, বাঁকুড়াঃ – আবারো রোগী মৃত্যুকে কে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠলো বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামীণ হাসপাতাল। জানা যায় ৮ই আগস্ট রাত্রে সাঁইতারার বাসিন্দা অঞ্জলি চৌধুরী বয়স ৭৩ শ্বাসকষ্টজনিত কারণে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তিনি ওই হাসপাতালে মারা যান। রোগীর পরিবারের লোকজন ডাক্তার এবং সিস্টারদের গাফিলতির অভিযোগ তুলেছেন । তারা আরো বলেন ডাক্তার এবং নার্সরা রোগীকে দেখেননি যন্ত্রণায় কাতরাতে থাকলেও রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেননি সেই অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয় পরিজনেরা । ঘটনাস্থলে কোতুলপুর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। উল্লেখ থাকে যে গত তিনদিন আগেই শিশু মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিল এলাকার মানুষ। আবারো রোগী মৃত্যুর ঘটনায় উত্তাল হল কোতুলপুর গ্রামীন হাসপাতাল বারে বারে এহেনো ঘটনা ঘটার পরও টনক নড়ছে না প্রশাসনের ।মুখ্যমন্ত্রী বারে বারে স্বাস্থ্য পরিষেবা কে উন্নতিকরণ করতে চাইছেন কিন্তু ডাক্তার এবং নার্সরা তারা আসি যায় বেতন পায় কাজ করলে উৎপত্তি চাই এই নীতিকেই অবলম্বন করে চলছে বলে পরিবারের লোকজনের দাবি ।পরিবারের লোকের আরো দাবি অভিযুক্ত ডাক্তার এবং নার্সদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই সমস্যা কোনদিনই মিটবে না। ডাক্তার এবং নার্সদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অঞ্জলি দেবীর পরিবারের লোকজন। স্থানীয়রা আরো অভিযোগ তুলছেন হসপিটাল এর ভেতরে সাইকেল মোটরসাইকেল রাখার কারণে রোগীদের স্টেচারে করে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে। বারে বারে হসপিটাল কর্তৃপক্ষকে বললেও সে কোথায় কর্ণপাত করেননি। আজ এই ঘটনার প্রেক্ষিতে উপস্থিত হন কোতুলপুর থানার পুলিশ বাহিনী এবং কোতুলপুর পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি সহ অনেকেই। এত ঘটনার পরেও যদি প্রশাসনের টনক না নড়ে, কবে টনক নড়বে সে দিকেই তাকিয়ে এলাকার মানুষ।