কন্যাশ্রী প্রকল্পের দশম বর্ষ পূর্তি উপলক্ষে নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে কবাডি প্রতিযোগিতার আয়োজন জেলা স্টেডিয়াম।

0
239

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের দশম বর্ষ পূর্তি উপলক্ষে নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে এক কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত জেলার বিভিন্ন ব্লক থেকে 14 টি স্কুলের মেয়েরা এই কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং। নদিয়া জেলা অতিরিক্ত জেলাশাসক ইজাজ আহমেদ আজ সকালে এই কবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন,৩০০ অধিক কন্যাশ্রী প্রাপক মেয়েরা এই কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৪ টি স্কুলের মধ্যে লড়াই করে অবশেষে ফাইনালে জয়ী হয় হাঁসখালি সমবায় বিদ্যাপীঠ এর কবাডি টিম। এবং রানার্সআপ হয় গ্যারাপোতা হাইস্কুল। ক্রীড়া প্রেমিকদের মতে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীন খেলাগুলো কে এইভাবে যদি প্রশাসনের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া হয় তার ভালো ফল অদূর ভবিষ্যতে নদীয়া জেলার ক্রীড়ার সাথে যুক্ত খেলোয়াড়রা পাবে।