গোয়ালতোড়ের পিংবনীর নবকুঞ্জ ময়দান প্রাঙ্গনে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

0
134


পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আপনার ওই আলালের দুলালটি জেলে যাবে, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের পিংবনীর নবকুঞ্জ ময়দান প্রাঙ্গনে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক এভাবেই নিশানা করলেন বিরোধী দলের নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী,পাশাপাশি তিনি বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন আপনারা পিসিকে না চিনলেও আমি পিসিকে হাড়ে হাড়ে চিনি, নাই নাই করে একুশ বছর সঙ্গে ছিলাম, জঙ্গলমহলের ঢোকার কোন রাস্তা খুঁজে পাইনি ঠিক আজকের দিনেই আমিই দেখিয়েছিলাম সেই রাস্তা, অন্যদিকে প্রশাসনিক তরফ থেকে আজকের এই সভা বাতিল করা হয়েছিল কিন্তু হাইকোর্টের নির্দেশে নির্ধারিত সময় না হলেও সেই সভা হয়েছে বিজেপির, এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেন পুলিশ আমাদের বোকা বানাতে চেয়েছিল, তার আগেই আমাদের মন্ডল সভাপতিকে হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে,অবশেষে বিচারপতিদের নির্দেশে এই সভা করার অনুমতি পেয়েছি, পাশাপাশি হুংকার দিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন আমি ওনাকে প্রাক্তন করে ছাড়বো,অন্যদিকে আপনার ওই আলালের দুলালটি জেনে যাবে,এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিশ্র সহ একাধিক জেলা মণ্ডল সভাপতি এবং রাজ্য নেতৃত্ব, অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করেন তিনি, তিনি বলেন সৎ রাজনীতিবিদ হিসেবে বুদ্ধদেব বাবুর নাম বলাই যেতে পারে, পাশাপাশি রাজ্য সরকারের মারাং প্রকল্প নিয়ে কার্যতো তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী, তিনি বলেন লোকসভা ভোটের প্রাক্কালে জঙ্গলমহলের আসনগুলো উদ্ধার করার জন্য কখনো রাজেশ মাহাতোকে কিনছে, কখনো এইসব প্রকল্পের ঘোষণা করছেন, পাশাপাশি জঙ্গলমহলের মানুষকে তিনি এই বার্তা দেন কোন ভাতা নয় ঘোষণা করতে হবে প্রত্যেক বাড়িতে একজন করে চাকরি চাই, আর কলকাতার লোক কেন রাজ্য চালাবে, গাঁয়ের লোক চালাবে, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়া নিয়ে তিনি তীব্র ভাষায় কটাক্ষ করলেন, তিনি বলেন কয়লা ও বালি চুরির টাকা আছে তাই গেছেন।