মেদিনীপুর আই টি আই ক্যাম্পাসে টাটা স্ট্রইভের প্রশিক্ষণরত বালিকাদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

0
185

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর আই টি আই ক্যাম্পাসে টাটা স্ট্রইভের প্রশিক্ষণরত বালিকাদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরটিতে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সিনিয়র আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা। তিনি তাঁর ভাষণে বলেন পাচারের ঘটনায় দেশের মধ্যে তৃতীয়।দেশে ২০২৩ সালে ১৩ লক্ষ পাচারের ঘটনা ঘটেছে। দিল্লি, রাজস্থান, হরিয়ানা, গুজরাট প্রভৃতি রাজ্যে ব্যাপক ভাবে ভ্রূণ হত্যার ঘটনা ঘটায় নারী পুরুষের ভারসাম্য নষ্ঠ হয়েছে। ফলে উন্নয়নশীল রাজ্যের বেকারত্বের সুযোগ নিয়ে পাচারের রমরমা কারবার ফেঁপে ফুলে উঠছে। এজন্য ভ্রূণ হত্যা ও পাচারের বিষয়ে সকলকে সচেতন হতে হবে। কাজিবাবু বলেন, শ্রম আইনে বেতনের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই। এছাড়া মেয়েদের জন্য বিশেষ কিছু ববস্থাও রয়েছে। তিনি তথ্য জানার অধিকার, পশ্চিম বঙ্গ জন পরিষেবা, রেগিং প্রভৃতি বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক মনীশ জৈন, পি এল ভি শিল্পী দাস মোদক প্রমুখ।প্রশিক্ষনরতা ছাত্রীরা বক্তব্য শেষে নানা ধরনের প্রশ্ন করলে তারও উত্তর দেওয়া হয়। এই দিন তাই শতাধিক এলাকাবাসী এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।