হাইকোর্টের নির্দেশমতো বাড়তি পুলিশি নিরাপত্তায় পঞ্চায়েত ভোট গঠন করল বিজেপি।

0
183

নদিয়া-রানাঘাট, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার রানাঘাট ২ ব্লকের অধীনে থাকা রঘুনাথপুর হিজুলি ২ ও দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতে এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনের জয়ী হন বিজেপি প্রার্থীরা। এই দুই পঞ্চায়েতে ভোট গঠনের ক্ষেত্রে প্রথম থেকে এগিয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কিন্তু নির্বাচন ও ভোট গণনার দিনের মত পঞ্চায়েত বোর্ড গঠনের দিও শাসকের রোশের মুখে পড়তে হতে পারে। এমন আশঙ্কা থেকেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মঙ্গলবার রাজ্যের শীর্ষ আদালতের বিচারপতি জয় সেনগুপ্ত এই দুই পঞ্চায়েতের জয়ী বিজেপি প্রার্থীদের বাড়তি নিরাপত্তার জন্য পুলিশকে নির্দেশ দেয়। সেই নির্দেশ মতোই বুধবার দুটি পঞ্চায়েতে প্রথমবারের জন্য বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠনের পর গেরুয়া আবিরের ঝড় উঠল দুই পঞ্চায়েতে।
জানা গিয়েছে রঘুনাথপুর হিজুলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ১৯ টি আসনের মধ্যে বিজেপি প্রার্থীরা ১৪ টি আসনে জয়ী হন তৃণমূলের দখলে যায় চারটি আসন ও সিপিএম প্রার্থী একটি আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোট ৩০ টি আসনের মধ্যে বিজেপির দখলে আসে ২২ টি আসন, তৃণমূল ৭ ও নির্দল প্রার্থী একটি আসনে জয়ী হয়েছেন। দুটি গ্রাম পঞ্চায়েতই আগে তৃণমূলের দখলে ছিল।