গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর সাত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো।

0
238

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অবশেষে দলের নির্দেশের পর বৃহস্পতিবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর সাত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন, প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার পর পঞ্চায়েত প্রধান হিসেবে নাম উঠে এসেছিল প্রসেনজিৎ রানার, তবে পরে মনি কাঞ্চন রায়ের নাম উঠে আসায় অবশেষে বৃহস্পতিবার বেলা নাগাদ দলের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত প্রধান হিসেবে নাম ঘোষণা হয় মনিকাঞ্চন রায়ের, পাশাপাশি উপ প্রধানের নাম ঘোষণা হয়েছে বাবুলাল মান্ডির,এরপরেই উচ্ছ্বাসিত হয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা, পাশাপাশি এই দিন পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নাম ঘোষণা হয় চিন্ময় সাহা এবং সহ-সভাপতি নাম ঘোষণা হয়েছে সেরাজুল পাঠানের, এরপর উচ্ছ্বাসিত তৃণমূল কর্মী সমর্থকেরা সবুজ আবির মেখে বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা, পাশাপাশি এইদিন বিকেলে গোটা চন্দ্রকোনারোড শহরের প্রার্থীদের নিয়ে পদযাত্রার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। অন্যদিকে ৬ নম্বর শংকর কাটা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে প্রধান জ্ঞানাঞ্জন মন্ডল,উপপ্রধান মৌমিতা সর্দরের নাম ঘোষণা হয়েছে, পাশাপাশি সাত নম্বর নয়াবসত গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পন্ন, প্রধান হয়েছেন জ্বালা সিং, উপপ্রধান বিনোদ রোমের নাম ঘোষণা হয়েছে, নলবনা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পন্ন, প্রধান হয়েছেন লক্ষীমণি মুর্মু, উপপ্রধান হয়েছেন জান্নাতুর বিবি,এই দিন চারটি গ্রাম পঞ্চায়েতই দখল করেছে তৃণমূল।