নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ত্রিস্তর পঞ্চায়েত 2023 নির্বাচনে কৃষ্ণগঞ্জ ব্লকের জয়ঘাটা পঞ্চায়েত আজ বোর্ড গঠন হলো জায়গাটা পঞ্চায়েতের আসন সংখ্যা 21 তৃণমূল পেয়েছিল 10 টি আসন বিজেপি পেয়েছিল ৮টি আসন ও সিপিএম পেয়েছিল 3 টি আসন ফলাফল ত্রিশঙ্কু দীর্ঘ জল ঘোলা হয়েছিল এই পঞ্চায়েতকে ঘিরে কেনাবেচা ও শুরু হয়ে গেছিল শোনা যাচ্ছিল কান পাতলে বিজেপি পঞ্চায়েত দখল করবে সিপিএমকে নিয়ে কিন্তু তা আর হয়ে উঠলো না আজকে দেখা গেল বোর্ড গঠনের সময় তিন সিপিএম জয়ী পার্থী তারা কেউই উপস্থিত থাকলেন না উপস্থিত ছিল10 তৃণমূল এবং 8 জন বিজেপি ভোটাভুটিতে একজন বিজেপির ভোট ক্যানসেল হয়ে দাঁড়ায় তৃণমূল 10 বিজেপি 7 বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস তৃণমূলের পক্ষ থেকে প্রধান হয় মনিকা বিশ্বাস উপ্বধান হয় সুজাতা ঘোষ ! নজির গরলো জয়ঘাটা পঞ্চায়েতের যেখানে সারা পশ্চিমবাংলায় ভোট কেনাবেচা থেকে পঞ্চায়েত গঠনে প্রার্থী কেনাবেচার নজিরে সিপিএম প্রার্থীরা কেউ বিক্রি হলো না।
Home রাজ্য দক্ষিণ বাংলা ত্রিস্তর পঞ্চায়েত 2023 নির্বাচনে কৃষ্ণগঞ্জ ব্লকের জয়ঘাটা পঞ্চায়েত আজ বোর্ড গঠন হলো।