পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা

0
122

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- বৃহস্পতিবার বিষ্ণুপুরের উলিয়াড়ায় পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় l অভিযোগ এদিন বিজেপির জয়ী সদস্যরা পঞ্চায়েতে এলে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়। ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও ওই ঘটনায় তৃণমূল নেতৃত্বরা অভিযোগ অস্বীকার করেছে l অপরদিকে বিজেপি নেতাদের অভিযোগ তাদের সদস্যরা পঞ্চায়েত এলাকায় গেলে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়।
এদিন এক বিজেপি নেতা বলেন পঞ্চায়েত থেকে আমাদের জয়ী ৫ সদস্যকে বোর্ড গঠনে অংশ নেওয়ার জন্য চিঠি করা হয়েছিল। সেই মতো তাদেরকে নিয়ে আমরা এ দিন পঞ্চায়েতে এসেছিলাম। তারা শপথ গ্রহণ করে। তারপরে বেরিয়ে আসার পর আমরা জয় শ্রীরাম স্লোগান দিতেই তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনী আমাদের উপর চড়াও হয়। পুলিশের সামনেই যথেচ্ছ ভাবে মারধর করে, প্রাণভয়ে কোনো রকমে আমরা সেখান থেকে পালিয়ে বাঁচি

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বুলিয়ারা অঞ্চল সভাপতি দোল গোবিন্দ পরামানিক বলেন বোর্ড গঠন হওয়ার পর বিজেপির কিছু কর্মী তৃণমূল কংগ্রেসের নাম করে আমাদের নেতাদের নাম করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল সেজন্য আমাদের কিছু কর্মী প্রতিবাদ করেন কোনরকম কাউকে মারধর করা হয়নি