পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ-আজ ৯আগস্ট বুধবার সদর ব্লকের দেলুয়া প্রাথমিক বিদ্যালয়ে মেদিনীপুর বন বিভাগের উদ্যোগে মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন সংক্রান্ত বিষয়ে একটি আইনি শিবিরের আয়োজন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সচিব দিব্যেন্দু নাথ, এ ডি এফ ও, সদর, আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা, আইনজীবী অরিত্র পানিগ্রহী প্রমুখ। সভায় বক্তরার বন্যপ্রানী সংরক্ষণের গুরুত্বের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আইনের প্রসঙ্গও তুলে ধরেন। এজন্য বন সংরক্ষণ কমিটি গুলিকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান হয়। উল্লেখ্য, উক্ত এলাকায় সম্প্রতি একটি হায়না কে পিটিয়ে মারার ঘটনা ঘটে।
Home রাজ্য দক্ষিণ বাংলা মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন সংক্রান্ত বিষয়ে একটি...