নিজস্ব সংবাদদাতা, মালদা:- হবিবপুর ব্লকের আজও শান্তিপূর্ণ ভাবে বোর্ড গঠন হলো ।জানা গিয়েছে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত দখল শাসক দলের। জানা গেছে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত তৃনমূল কংগ্রেসের দখলে ছিল। এবারের ১৮টি আসন পেয়ে বোড গঠন করে তৃণমূল।জানা গেছে বুলবুলচন্ডী অঞ্চলের মোট আসন সংখ্যা ২৮টি। সেখানে ১৮ টি আসন পায় তৃণমূল,৯টি বিজেপি ও ১টি পাই নির্দল। আজ বোড গঠনে তৃণমূল কে সমর্থন করে নিদল,যেখান ১৯টি মেম্বার নিয়ে গঠন হয় বুলবুলচন্ডী অঞ্চল। সম্মতিক্রমে প্রধান হলেন তৃণমূলের পূজা হাঁসদা উপ প্রধান হলেন সমীর সাহা। নির্দল সমর্থনে এককভাবে বুলবুলচন্ডি অঞ্চল গঠন করে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বোর্ড গঠনের পর সবুজ আবির খেলায় মেতে উঠলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের।বোড গঠনে পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা প্রার্থীদের নিয়ে বুলবুলচন্ডী বিভিন্ন এলাকায় পরিক্রমা করে।সকাল থেকেই ছিল পুলিশের কড়া নিরাপত্তায় । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল চন্ডি অঞ্চলের প্রধান এবং প্রধান জানান তার আগেও ভালো কাজ করেছে বলে সাধারণ মানুষ আবার তাদের বেছে নিয়েছে তাই পরবর্তীকালে সাধারণ মানুষের জন্য তারা লড়াই করে যাবেন। বোর্ড গঠনের পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা একে অপরকে সবুজ আবির মেখে মিষ্টি মুখ করান।।