নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনে টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে থাকলেও আতঙ্কে তারা বাড়ির বাইরে ছিলেন এক মাস। আজ ছিল এই পঞ্চায়েতে ভোট গঠন। টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা নয় সেখানে বিজেপি জয়লাভ করে পাঁচটিতে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করে চারটি আসনে। বিজেপির দাবি সংখ্যাগরিষ্ঠতা পেলেও তারা আতঙ্কে ছিলেন। তাই তাদের পঞ্চায়েত বিজেপি জয়ী প্রার্থীদের অন্যত্র নিরাপদ আশ্রয়ে রেখেছিলেন বিজেপি উচ্চ নেতৃত্ব। সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গ্রাম পঞ্চায়েত। অবশেষে পঞ্চায়েত ভোট গঠন করল বিজেপি। বোর্ড গঠন যেন সুষ্ঠুভাবে হয় কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারই জন্যে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিন সাংগঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় এছাড়াও একাধিক বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা।